কালের স্বাক্ষী বহনকারী কৃর্তিনশা নদীর তীরে গড়ে উঠা বিনোদপুর ইউনিয়ন শরীয়তপুর সদর হইতে ৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন । এর পুর্বে ডোমসার ও তুলাসার পশ্চিমে মাহমুদপুর ইউনিয়ন উত্তরে চন্দ্রপুর ও চিকন্দী দক্ষিনে চিতলিয়া পরিষদ এর মোট আয়তন ৯ বর্গ মাইল । মোট লোকসংখা ২৩১২৭ জন , পুরুষ ১২২৮৩ , নারী ১০৮৪৪ , প্রধান পেশা কৃষি । ইউনিয়নিয়নের মধ্য দিয়ে কৃতি শাখা নদী প্রবাহীত । প্রসংগত উল্লেখ্য যে গত ১৯৯৭ সালের পুর্বে বিনোদপুর ইউনিয়নের মধ্যে বর্তমান মাহমুদপুর ইউনিয়ন অর্ন্তভুক্ত ছিল । প্রশাসনিক পূর্নবিন্যাসের কারনে মাহমুদপুর (বিশাল জনপদ ) হবিপুর , ছোটবিনোদপুরের বিভিন্ন গ্রাম , কান্দী নিয়ে মাহমুদপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় । এর ফলে বিনোদপুর ইউনিয়নের আয়তন হ্রাস পায় ।
ক) নাম – ৯নং বিনোদপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৯ বর্গমাইল ।
গ) লোকসংখ্যা – ২৩১২৭ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটো , টেম্পু , ভেন ,রিক্সা ।
জ) শিক্ষার হার – ৬৫%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ২টি।
কলেজ -১ টি ।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আব্দুল হামিদ সাকিদার ।
ঞ) মসজিদের সংখা - ৬৫ টি।
ট) মন্দিরের সংখা -৩টি ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১০-১০-২০০৯ ইং ।
ড) ইউনিয়ন পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১১/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
বাছার কান্দী , জনুল্লা মাদবরের কান্দী , মৌলভী কান্দী , চরের কান্দী , বালিয়া কান্দী , খালাসী কান্দী , সুবেদার কান্দী , কাজী কান্দী , কাচারী কান্দী , সরদার কান্দী , চব্বিশ রশি , হিন্দু পাড়া , মুন্সী কান্দী , মৃধা কান্দী , চটানিয়া কান্দী , ঢালী কান্দী , কাচারীর উত্তর পাড় ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস